ময়মনসিংহ: গত শুক্রবার একটি জুলাই যোদ্ধাকে হেনস্তার ঘটনায় এনসিপি ও পরিবহন শ্রমিক দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির পর এখনও ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল স্বাভাবিক হয়নি। আজ সোমবার কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা-ময়মনসিংহসহ বিভাগের সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে, ফলে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
সকালে ময়মনসিংহের মাসকান্দা বাস টার্মিনালে দেখা যায়, ইউনাইটেড ও সৌখিন পরিবহনসহ বিভাগের সকল রুটের বাস টার্মিনাল থেকে ছাড়ছে না। যাত্রীদের অভিযোগ, এই সিদ্ধান্ত আগে জানানো হয়নি, যার ফলে তারা বিপাকে পড়েছেন।
শনিবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছিল জুলাইযোদ্ধা ও এনসিপি নেতারা। তারা চার ঘণ্টা সড়ক অবরোধ রাখার পর মালিক সমিতি জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমনুল হক শামীমের মালিকানাধীন ইউনাইটেড পরিবহনের ১৬টি বাস চলাচল বন্ধের আশ্বাস দেয়। এরপর শ্রমিকরা আবার ঢাকা রুটে যানবাহন চলাচল বন্ধ করে দেন।
আজ সোমবার সকাল থেকে কেন্দ্রীয় সিদ্ধান্তে মালিক ও শ্রমিক ইউনিয়নের নির্দেশে ঢাকা-ময়মনসিংহ রুটসহ নেত্রকোনা, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, সিলেট ও উত্তরবঙ্গের সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। যাত্রীরা বলেন, “আলোচনার মাধ্যমে দ্রুত এই সমস্যার সমাধান করা হোক।”
অপরদিকে পরিবহন শ্রমিকরা কর্মসংস্থানের নিশ্চয়তার দাবিতে অনশন কর্মসূচী পালন করছেন। তারা দাবি করেছেন, সকল সমস্যার সমাধান করে রাজনীতিমুক্ত পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
ভক্সপপ:
-
একজন যাত্রী বলেন, “দূরপাল্লার বাস বন্ধ থাকায় আমরা গন্তব্যে পৌঁছাতে পারছি না, সমস্যার দ্রুত সমাধান চাই।”
-
একজন শ্রমিক বলেন, “আমাদের নিরাপদ ও স্থায়ী কর্মসংস্থান নিশ্চিত করা হোক, তাহলেই রাজনীতি-মুক্ত পরিবহন ব্যবস্থা সম্ভব হবে।”