জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে জামালপুরে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র্যালি, পথসভা এবং মোটরসাইকেল চালকদের মাঝে বিনামূল্যে হেলমেট বিতরণ।
“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”—এই প্রতিপাদ্য নিয়ে বুধবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক হাছিনা বেগম।
উদ্বোধনের পর জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত পথসভা শেষে সড়ক ও জনপদ অধিদপ্তরের পক্ষ থেকে মোটরসাইকেল চালকদের মধ্যে একশটি হেলমেট বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হাছিনা বেগম বলেন,
“সড়ক দুর্ঘটনা এড়াতে আমাদের সবারই ট্রাফিক আইন জানা ও তা মেনে চলা জরুরি। একই সঙ্গে চালকদের সুরক্ষা সরঞ্জাম, বিশেষ করে হেলমেট পরিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে দুর্ঘটনা ঘটলেও জীবন রক্ষা সম্ভব হয়, পরিবার বাঁচে।”
তিনি আরও বলেন,
“সড়ক নিরাপদ রাখার দায়িত্ব শুধু প্রশাসনের নয়—এটি আমাদের সবার যৌথ দায়িত্ব। সচেতন নাগরিক সমাজই পারে দুর্ঘটনামুক্ত সড়ক গড়তে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. নওয়াজিস রহমান বিশ্বাস, এলজিইডির নির্বাহী প্রকৌশলী রোজদিদ আহম্মেদ, বিআরটিএ মোটরযান পরিদর্শক মো. মুনজিল হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর মো. জাহাঙ্গীর কবির, জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুস সোবহান প্রমুখ।
মোটরসাইকেল চালক শাখাওয়াত হোসাইন বলেন,
“হেলমেট শুধু আইন মানার বিষয় নয়, এটি জীবন বাঁচানোর প্রতীক। আজ থেকে আমরা সবাই হেলমেট পড়ে মোটরসাইকেল চালাবো—নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য।”
দিনব্যাপী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিআরটিএ জামালপুর সার্কেল জনসচেতনতামূলক লিফলেটও বিতরণ করে।