সারা দেশের মতো ময়মনসিংহের মুক্তাগাছায়ও জাতীয় প্রেসক্লাবে অবস্থানকালীন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা “এমপিওভুক্ত জাতীয়করণ প্রত্যাশী জোট”-এর ব্যানারে মুক্তাগাছা আব্বাছিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে জড়ো হন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মুক্তাগাছা প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়।
মানববন্ধনে মুক্তাগাছা আব্বাছিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মাহফুজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন আব্দুল মান্নান, মনিরামবাড়ী আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা মোস্তফা রায়হান, নগেন্দ্র নারায়ণ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মঞ্জুরুল আলম, সহকারী শিক্ষক আজহার ইসলাম, আব্দুল মতিন, রতন চন্দ্র দাস ও মো. শামীম আলম প্রমুখ।
বক্তারা বলেন, “এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে পুলিশি হামলা ন্যক্কারজনক ও অমানবিক।”
তারা অবিলম্বে হামলাকারীদের বিচার ও এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণসহ সকল দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
মানববন্ধনে উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে দেশের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদানের দাবিতে আন্দোলন করে আসছেন।