চুয়াডাঙ্গা শহরের রেলবাজার এলাকায় রেলওয়ে ওভারপাস নির্মাণের ধীরগতির কারণে ব্যবসায়ী ও সাধারণ জনগণ ব্যাপক দুর্ভোগের মুখে পড়েছেন। এর প্রতিবাদে রবিবার (১২ অক্টোবর) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণ করেন চুয়াডাঙ্গা রেলবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ফারুক হোসেন মল্লিক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, জেলা দোকান মালিক সমিতির আহ্বায়ক মঞ্জুরুল আলম মালিক লার্জ ও রেলবাজার সমিতির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম।
বক্তারা বলেন, দুই বছরেরও বেশি সময় ধরে চলমান নির্মাণ কাজের কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং সাধারণ পথচারীরাও দুর্ভোগে আছেন। বারবার প্রশাসন, সড়ক বিভাগ ও ঠিকাদারের কাছে দ্রুত কাজ শেষ করার জন্য অনুরোধ জানানো হলেও এখনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা নির্মাণ কাজ দ্রুত শেষ করার সঙ্গে ক্ষতিপূরণ এবং পূণর্বাসনের দাবি জানান।