চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ এলাকায় বিষাক্ত অ্যালকোহল পানির ঘটনায় নিহত ৭ জনের মধ্যে ৪ জনের মরদেহ ময়নাতদন্তের জন্য আদালতের আদেশে কবর থেকে উত্তোলন করা হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৯টা থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হুদা মনির উপস্থিতিতে মরদেহ উত্তোলন কার্যক্রম পরিচালিত হয়। উত্তোলিত মরদেহের মধ্যে রয়েছেন:
-
লাল্টু হোসেন (পিরোজখালি গ্রামের নবীছউদ্দিনের ছেলে)
-
সেলিম (খেজুরা গ্রামের মরহুম দাউদ আলীর ছেলে)
-
খেদের আলী (নফরকান্দী গ্রামের নিজাম উদ্দিনের ছেলে)
-
শহিদুল মোল্লা (শংকরচন্দ্র গ্রামের)
ঘটনাটি ঘটেছিল ৯ অক্টোবর (রাত), যখন সদর উপজেলার ডিঙ্গেদহ বাজার এলাকায় কয়েকজন বিষাক্ত অ্যালকোহল পান করেন। এর পর তারা একের পর এক অসুস্থ হয়ে পড়েন এবং বিভিন্ন সময়ে মোট ৭ জনের মৃত্যু ঘটে।
পরবর্তীতে ১২ অক্টোবর, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হলে এই বিষয়টি প্রকাশ্যে আসে। পুলিশ মৃতদের বাড়ি গিয়ে তদন্ত শুরু করে। এই সময়ে জানা যায়, নিহতদের মধ্যে ৪ জনকে পরিবার সদস্যরা ইতিমধ্যেই দাফন করে ফেলেছিলেন, যাদের মরদেহ আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য উত্তোলন করা হয়েছে।