খুলনার খালিশপুর হাউজিং বাজার এলাকার সবুজ খাঁ হত্যার ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী
মঙ্গলবার বেলা ১১টায় হাউজিং বাজারের বায়তুল ফালাহ মোড়ে স্থানীয় বাসিন্দারা সমবেত হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে খালিশপুর থানা সংলগ্ন পৌরসভার মোড়ে গিয়ে সমাবেশ করেন।
সমাবেশে নিহত সবুজ খাঁর স্ত্রী, কন্যা ও মেয়ের জামাই বক্তব্য রাখেন। তারা হত্যাকারী নাজমা বেগম, তার সন্তানসহ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
গত ৯ অক্টোবর সুদের ব্যবসা ও পারিবারিক কোন্দলকে কেন্দ্র করে ডাব ও ভাঙ্গাড়ি বিক্রেতা সবুজ খাঁকে নির্মমভাবে হত্যা করা হয়। অভিযোগ রয়েছে, নাজমা বেগম তার পালিত লোকজন দিয়ে সবুজ খাঁর ওপর হামলা চালান।
সন্ত্রাসীরা সবুজ খাঁকে ডান ও বাম হাত, দুই হাঁটু এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর আগে নিহতের পরিবার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছিল।