সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের ২৭ মামলার নীতিমালা চূড়ান্তকরণ, মাষ্টাররোল ও ওয়ার্কচার্জড এবং আউটসোর্সিং কর্মচারীদের বেতন সমস্যার সমাধান ও স্থায়ী করণের দাবিসহ সাত দফা বাস্তবায়নের দাবিতে খুলনায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শ্রমিক-কর্মচারীরা।
রবিবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা বিভাগীয় সড়ক ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় সড়ক শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম মোস্তফা রনি। এতে বক্তব্য রাখেন ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ কালাম এবং সাধারণ সম্পাদক মো. ইদ্রিস আলী।
বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে সওজের শ্রমিক-কর্মচারীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছেন। তারা প্রতিমাসে ২৬ কার্যদিবস ধরে বেতন প্রদানের দাবি জানান।
অবিলম্বে সাত দফা দাবি পূরণ না হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।