খুলনার জেলা খাদ্য নিয়ন্ত্রক (ডিসি ফুড) তানভীর হোসেনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তাঁর অপসারণ ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে কিছু ওএমএস ডিলার ও এলাকাবাসী।
রবিবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, বর্তমান ডিসি ফুড তানভীর হোসেন ওএমএস কার্যক্রম, খাদ্য বিতরণ ও মিলারদের সঙ্গে আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত। তাঁরা দাবি করেন, প্রতি ২০ টন খাদ্য পরিবহন গাড়ির বিপরীতে ঘুষ আদায়, ওএমএস ইনডেন্টের ক্ষেত্রে অতিরিক্ত অর্থ নেওয়া, এবং নির্দিষ্ট সময়ের বাইরে অফিস কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
বক্তারা আরও অভিযোগ করেন, অতীতে তিনি টাঙ্গাইল, বরগুনা, কিশোরগঞ্জ ও কক্সবাজার জেলায় দায়িত্ব পালনকালে আর্থিক অনিয়মের কারণে বদলি হয়েছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ডিলার খালেদ হোসেন, হাফিজুর রহমান মিরাজ, সাধারণ নাগরিক রানা, আসলাম ও ছাত্র প্রতিনিধি আব্দুর রহমানসহ আরও অনেকে।
তাঁরা বলেন, “খাদ্য বিভাগের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দুর্নীতিবাজ কর্মকর্তার অবস্থান জনগণের জন্য ক্ষতিকর। আমরা তাঁর বিরুদ্ধে তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা চাই।”
এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসনের কাছে দাবি জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে খুলনা থেকে অপসারণ করা হোক।
অভিযোগের বিষয়ে খুলনা জেলা খাদ্য নিয়ন্ত্রক তানভীর হোসেন জানান, “এই অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। যাদের ডিলারশিপের মেয়াদ শেষ হয়ে গেছে, তারাই ব্যক্তিগত স্বার্থে এসব কর্মসূচি করছে।”
তিনি আরও বলেন, “মানববন্ধনের পরদিন আবারও একই গোষ্ঠী কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।”