বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (বিজেপিসি)-এর উদ্যোগে রবিবার (১৯ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত খুলনার অরণ্য ইকো গার্ডেনে কোয়ালিশন বিল্ডিং মিটিং অনুষ্ঠিত হয়েছে।

মিটিংয়ে নারী সাংবাদিক ও কিশোরীদের তথ্যপ্রাপ্তি ও নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রোগ্রামটি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল-১৯-এর সহযোগিতায় এবং কলাবরেশন ল্যাব প্রজেক্ট রাউন্ড-৩-এর আওতায় ধ্রুব-এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে এলায়েন্স টিম লিডার মোহাম্মদ নাসিমুল হক ও অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন অফিসার ইভানা আফরিন প্রজেক্ট ও নীতিমালা নিয়ে প্রেজেন্টেশন করেন। খুলনার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা নারী ও কিশোরী সাংবাদিকদের তথ্য ও নিরাপত্তা সম্পর্কিত সমস্যা তুলে ধরে মতবিনিময় করেন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক তথ্য পত্রিকার সম্পাদক হুমায়ুন কবির, বিএজেপিসির সাধারণ সম্পাদক আনিছুর রহমান কবির, দৈনিক জন্মভূমির মফস্বল সম্পাদক রিংটোন মন্ডল, সময় টেলিভিশনের রিপোর্টার তাঞ্জিম আহমেদ, দৈনিক খুলনা প্রতিদিন ও দৈনিক ডেসটিনির রিপোর্টার আলমগীর হান্নান, সি এফ এম-এর আহ্বায়ক মল্লিকা দাস এবং অন্যান্য গণমাধ্যম ও জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সদস্যরা।