কিশোরগঞ্জে ইস্কনের জড়িত হত্যাকাণ্ড ও ধর্ষণের ঘটনায় দ্রুত বিচার এবং সংগঠনটি নিষিদ্ধ করার দাবিতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে শহরের ঐতিহাসিক শহীদি মসজিদের সামনে থেকে সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে শহীদি মসজিদ চত্বরে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, “বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতির নামে ইস্কন বারবার সহিংসতা, হত্যা ও নারী নির্যাতনের মতো গুরুতর অপরাধ ঘটাচ্ছে। এই সংগঠনকে নিষিদ্ধ না করলে দেশে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়।”
এছাড়া বক্তারা আলিফ হত্যা ও মুহিবুল্লাহ গুমের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান এবং গাজীপুরে আশামনি ধর্ষণ মামলার দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি করেন। একই সঙ্গে তারা উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন হিসেবে ইস্কনকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানান।
বিক্ষোভ মিছিলে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।