কিশোরগঞ্জের কুলিয়ারচরে “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসিন খন্দকারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে অসাবধানবশত আগুন লাগলে করণীয় বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়।
আলোচনা সভায় ইউএনও মো. ইয়াসিন খন্দকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মুহাম্মদ মাসুদ রানা, উপজেলা সমবায় অফিসার মো. শহীদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লিডার মো. ইলিয়াস ভূইয়া, ইউনিয়ন পরিষদ সদস্য, শিক্ষক ও সাংবাদিকগণ। এছাড়া কুলিয়ারচর কিন্ডারগার্টেন এন্ড স্কুলের শিক্ষার্থীবৃন্দও অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা বলেন, বাংলাদেশ দুর্যোগ প্রবণ দেশ। প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি ও আগাম প্রস্তুতি নিলে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। প্রতি বছর ১৩ অক্টোবর বিশ্বব্যাপী আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়ে আসছে।