রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মহুয়া আফরোজ দক্ষতা, সততা এবং জনমুখী কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ জনগণ ও সহকর্মীদের মধ্যে প্রশংসা অর্জন করেছেন।
২০২৪ সালের ২৪ মার্চ কালুখালীতে যোগদানের পর থেকে তিনি অবৈধ ও অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ নিয়ে আসছেন। বিভিন্ন অভিযোগে তিনি গণমাধ্যম, ফেসবুক ও ফোনের মাধ্যমে সরাসরি হস্তক্ষেপ করেন এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন।
বিগত বছরগুলোতে ইউএনও মহুয়া আফরোজ উপজেলার ৭টি ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় খোঁজখবর, প্রশাসনিক তদারকি, অবৈধ স্থাপনা উচ্ছেদ, অবৈধ মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা এবং বাজার মনিটরিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করেছেন।
তাঁর নেতৃত্বে উপজেলার এসএসসি ও সমমান দাখিল পরীক্ষা সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে, যা স্থানীয়দের মধ্যে বিশেষ প্রশংসা কুড়িয়েছে।
স্থানীয়রা বলছেন, “সরকারি কর্মকর্তাদের মধ্যে এমন একজন জনবান্ধব ও সতর্ক কর্মকর্তা বিরল। উপজেলার যে কোনো সমস্যা মুহূর্তে সমাধানের জন্য তিনি সরাসরি মাঠে কাজ করেন।”
মহুয়া আফরোজ জানান, “যেখানে কাজ করি, সবসময় দায়িত্ব ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করি। কালুখালী আমার উপজেলা, তাই প্রতিটি নাগরিককে শতভাগ সেবা দেওয়ার চেষ্টা করি এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখব।”