রাঙ্গামাটি রাজ বনবিহারের আসন্ন কঠিন চীবর দান উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি রিজিয়ন সদর দপ্তরে এ সভার সভাপতিত্ব করেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।
সভায় সেনাবাহিনী, পুলিশ, পার্বত্য ভিক্ষু সংঘ ও রাজবন বিহারের প্রতিনিধি দলসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উৎসবকালীন সময়ে নিরাপত্তা নিশ্চিত করতে যৌথভাবে দায়িত্ব পালন, চেকপোস্ট স্থাপন, সিসিটিভি নজরদারি ও স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
রিজিয়ন কমান্ডার বলেন, রাঙ্গামাটিতে বিদ্যমান সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা সকলের দায়িত্ব। উৎসব ঘিরে শহরে ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং সেনা টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।