‘চলো দৌড়াই মাদকের বিরুদ্ধে’ — এই স্লোগানকে ধারণ করে কিশোরগঞ্জের অষ্টগ্রামে অনুষ্ঠিত হলো ‘হাওর ম্যারাথন ২০২৫’।
শুক্রবার সকালে ইয়ুথ এন্ড চাইল্ড সিকিউরিটি কিশোরগঞ্জের উদ্যোগে আয়োজিত এ ম্যারাথন অনুষ্ঠিত হয় অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন সড়কে।
তরুণদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি ও স্বাস্থ্যকর জীবনধারার প্রতি আগ্রহ বাড়াতে এ ম্যারাথনের আয়োজন করা হয়।
অষ্টগ্রাম জিরো পয়েন্ট থেকে মিঠামইন জিরো পয়েন্ট পর্যন্ত ১৪ কিলোমিটার দীর্ঘ এ দৌড়ে দেশের বিভিন্ন প্রান্তের শতাধিক দৌড়বিদ অংশ নেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।
প্রতিযোগিতায় প্রথম হন মো. রাব্বি, দ্বিতীয় স্থান অর্জন করেন রফি, এবং তৃতীয় স্থান অধিকার করেন রায়হান।
ম্যারাথন শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন—
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. রহুল আমিন,
মিঠামইন থানার ওসি আলমগীর কবির,
মিঠামইন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মামুন মজুমদার,
এবং ইয়ুথ এন্ড চাইল্ড সিকিউরিটি কিশোরগঞ্জ জেলার সভাপতি মোঃ শাওন প্রমুখ।
এ আয়োজনকে ঘিরে তরুণদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং অংশগ্রহণকারীরা জানান—‘মাদক নয়, সুস্থ জীবনের জন্য দৌড়াতে চাই’।