পিরোজপুরে জেলা প্রশাসনের আয়োজনে “তারুণ্যের উৎসব–২০২৫” উপলক্ষে ২৪ জেলার অংশগ্রহণে অনুষ্ঠিত মেগা গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মাদারীপুর জেলার ইমন ও খসরু জুটি।
বুধবার (২২ অক্টোবর) সকালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি হয়। এতে বাগেরহাট জেলার গালিব ও পলক জুটি রানার্স–আপ ট্রফি অর্জন করে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় পিরোজপুর অফিসার্স ক্লাব গ্রাউন্ডে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান ও পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের শাটল ককের ফিতা কেটে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সংবাদকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে থেকে খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া কর্মকর্তা হুসাইন আহমাদ।
এই টুর্নামেন্টে তরুণ খেলোয়াড়দের অংশগ্রহণ ও দর্শকদের উপস্থিতি পিরোজপুরের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে জানিয়েছেন আয়োজকরা।