খুলনার দৌলতপুরের পাবলা সবুজ সংঘ মাঠে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে “খুলনা জেলা টেপ টেনিস শর্টপিচ প্রিমিয়ার লীগ ২০২৫”-এর প্রথম আসর। দুই দিনব্যাপী আট দলীয় এই টুর্নামেন্টে খেলোয়াড়দের প্রাণবন্ত পারফরম্যান্সে মুখর ছিল মাঠ ও আশপাশের এলাকা।
শুক্রবার (১৭ অক্টোবর) রাতে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ রকিবুল ইসলাম বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, দৌলতপুর থানা বিএনপির আহ্বায়ক এম মুর্শিদ কামাল, সদস্য সচিব শেখ ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মতলুবুর রহমান মিতুল এবং কৃষক দলের সাংগঠনিক সমন্বয়ক শেখ খালিদ হাসান মঈন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সরদার রফিকুল ইসলাম, আহ্বায়ক, পাবলা সবুজ সংঘ, দৌলতপুর।
চ্যাম্পিয়ন দল পেয়েছে ৫০ হাজার টাকা ও ট্রফি, রানার-আপ দল পেয়েছে ৩০ হাজার টাকা ও ট্রফি। এছাড়া ম্যান অব দ্য সিরিজ, ম্যান অব দ্য ফাইনাল, সর্বোচ্চ রান সংগ্রাহক ও সেরা ফিল্ডার পুরস্কারপ্রাপ্তদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রধান অতিথি রকিবুল ইসলাম বকুল বলেন,
“একটি প্রাণবন্ত খেলার পরিবেশ মানে এলাকার জীবন্ত সংস্কৃতি। মাঠ রক্ষা করা মানে সমাজকে রক্ষা করা। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতেই হবে— এটাই ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন।”
তিনি আরও বলেন,
“খেলাধুলা শুধু শরীরচর্চা নয়, এটি মানসিক বিকাশ, সামাজিক সংহতি ও আত্মিক উন্নয়নের পথ। মাদক থেকে দূরে রাখতে তরুণদের হাতে ব্যাট-বল তুলে দিতে হবে, অস্ত্র নয়।”
মাঠ সংরক্ষণে যাঁরা দীর্ঘদিন কাজ করছেন, তাঁদের প্রশংসা জানিয়ে বকুল বলেন,
“তাদের প্রচেষ্টা না থাকলে এই মাঠ হয়তো আজ থাকত না। এখন সময় এসেছে সবাই মিলে মাঠের উন্নয়নে কাজ করার— এটিই আমাদের আজকের অঙ্গীকার।”
পুরো মাঠজুড়ে ছিল আনন্দ, ঐক্য ও উৎসবের আবহ— যা খুলনার ক্রীড়া সংস্কৃতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিল।