রাজবাড়ীর কালুখালীতে ‘তারুণ্যের উৎসব–২০২৫’ উদযাপন উপলক্ষে ইউনিয়ন পর্যায়ের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহুয়া আফরোজ।

এ সময় উপস্থিত ছিলেন রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আয়ুব আলী, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসিনা পারভীন নিলুফা, ইউনিয়ন পরিষদের সচিব রবিউল ইসলাম, মাজবাড়ী ইউনিয়ন পরিষদের সচিব বিধান বিশ্বাস, উপজেলা সহকারী প্রোগ্রামার মিলম হোসেন, খাগজানা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোকলেছুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী খেলায় রতনদিয়া ইউনিয়ন ফুটবল একাদশ ৩–০ গোলে মাজবাড়ী ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে বিজয়ী হয়।