পিরোজপুরের জিয়ানগরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ৪টা ৩০ মিনিটে উপজেলার ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতার ফাইনাল খেলা।
ফাইনাল ম্যাচে মোড়েলগঞ্জ প্রবাসী টাইগার্স ফুটবল একাদশ ২-১ গোলের ব্যবধানে জিয়ানগর রয়েল বয়েজ ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে।
খেলার উদ্বোধন করেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও সাংবাদিক নেতা হাফিজ আল আসাদ সাঈদ খান।
সভাপতিত্ব করেন ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলমগীর কবির মান্নু।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন অতিথিরা।
এদিন ফাইনাল খেলা ঘিরে ভবানীপুর ও আশপাশের গ্রামাঞ্চলে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। মাঠ প্রাঙ্গণে উপচে পড়া দর্শকের উপস্থিতি গ্রামীণ খেলাধুলায় এক প্রাণবন্ত আবহ সৃষ্টি করে।
এই টুর্নামেন্টের আয়োজন করে জিয়ানগর উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া সংসদ।