রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আড়াই লাখ টাকার অবৈধ বিদেশি সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২৬ অক্টোবর) সকালে মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডারের নির্দেশে ক্যাপ্টেন অমিত কুমার সাহার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সূত্রে খবর পাওয়ার পর বাঘাইছড়ি উপজেলার মধ্যম বাঘাইছড়ি আবাসিক এলাকায় অভিযান চালানো হয়। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা প্লাস্টিকের বস্তায় বহন করা বিদেশি “মন্ড” ব্র্যান্ডের সিগারেট ফেলে পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা সেসব বস্তা থেকে ১০০ কার্টন মন্ড ব্র্যান্ডের বিদেশি সিগারেট উদ্ধার করে। কার্টনগুলো খুলে দেখা যায়, এতে মোট ১,০০০ প্যাকেট সিগারেট রয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।
মারিশ্যা জোনের জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি জানান, “মারিশ্যা জোন দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করছে। সীমান্ত এলাকায় অবৈধ পণ্য প্রবাহ রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”