পিরোজপুরের নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের পেনাখালী গ্রামে চুরির অপবাদে এক যুবককে মধ্যযুগীয় কায়দায় মারধরের অভিযোগ উঠেছে। আহত যুবকের নাম সাজ্জাদ শেখ (২৪), স্থানীয় হাসান শেখের পুত্র

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (২৫ অক্টোবর) দুপুরে একটি সেলুনে চুল কাটার বিষয় নিয়ে সাজ্জাদের সঙ্গে কয়েকজন যুবকের হাতাহাতি হয়। পরবর্তীতে বিকেলে ওই যুবকেরা “চোর চোর” বলে ধাওয়া করে সাজ্জাদকে প্রকাশ্যে নির্মমভাবে মারধর করে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার অবস্থা বর্তমানে মোটামুটি স্থিতিশীল।

আহত সাজ্জাদের পিতা, হাসান শেখ বলেন, “প্রাথমিক হাতাহাতি ছিল সামান্য। কিন্তু পরে বাহালী আনসারের ছেলে ইয়াসিনসহ ৮–১০ জন যুবক আমার ছেলেকে চোর বলে মারধর করেছে। আমি এ ঘটনার ন্যায়বিচার চাই।”

নাজিরপুর থানার তদন্ত কর্মকর্তা শেখ হেলাল উদ্দীন জানিয়েছেন, এখনও পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী তদন্ত চালিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তদের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ পাওয়া যায়নি।