পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠী ইউনিয়নের সেহাকাঠী গ্রামে ঘরে ঢুকে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অটোচালক মোশারফ খান (৪০) নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শুক্রবার রাতে অটো চালিয়ে বাড়ি ফেরেন মোশারফ খান। খাওয়া-দাওয়া শেষে নিজের ঘরে ঘুমাতে যান তিনি। পাশের ঘরে ছিলেন তাঁর স্ত্রী শাহনাজ বেগম ও দশম শ্রেণির শিক্ষার্থী মেয়ে মালা।
রাত আনুমানিক দুইটার দিকে একদল দুর্বৃত্ত ঘরের নিচে সুরঙ্গ কেটে ভেতরে প্রবেশ করে। প্রথমে তারা স্ত্রী ও মেয়ের ঘরে ঢুকলে মেয়ের চিৎকারে মোশারফ খান পাশের ঘর থেকে ছুটে আসেন। তখন দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহতের পরিবার ও এলাকাবাসীর আহাজারিতে ভারী হয়ে ওঠে গোটা গ্রাম। সকাল থেকেই শত শত মানুষ ভিড় জমায় নিহতের বাড়িতে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানায়।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, “ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যা। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।”
নিহত মোশারফের এক ছেলে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।