রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় অভিযান চালিয়ে ২৭ বিজিবি প্রায় ৪ লাখ ১৮ হাজার টাকার অবৈধ কাঠ জব্দ করেছে। অভিযানে সুরজবাগী, তালী ও তেলছো গাছের মোট ১৬৭.৪৯ ঘনফুট কাঠ উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডারের নির্দেশনায় নায়েব সুবেদার মোঃ আব্দুল মান্নান নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় কাঠ পাচারকারীরা টের পেয়ে পালিয়ে যান।

মারিশ্যা জোন কমান্ডার লে. কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, “আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এই অভিযানধারা অব্যাহত থাকবে।”