নরসিংদীর রায়পুরায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচার হাতে দুই ভাতিজা খুন হয়েছেন। শনিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার চরসুবুদ্ধি গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন একই গ্রামের আবু তাহেরের দুই ছেলে—ফুরা মিয়া (৪০) ও শাকিল মিয়া (৩০)। বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল মাহমুদ।

নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, জমি নিয়ে সকাল থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। দুপুর ১২টার দিকে অভিযুক্ত আউয়াল, তার ছেলে শিপন ও রিপন, মেয়ে শাহানা, আজিনা, আছমা, সুমাইয়াসহ ১০-১২ জন দা ও লাঠিসোটা নিয়ে ফুরা মিয়াদের বাড়িতে হামলা চালায়। এ সময় ফুরা মিয়া ও তার ভাই শাকিল বাধা দিতে গেলে হামলাকারীরা তাদের ওপর অতর্কিতে আক্রমণ করে। ধারালো অস্ত্রের আঘাতে ফুরা মিয়া ও শাকিলসহ চারজন গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফুরা মিয়া ও শাকিলকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে মনিরা বেগম নামে এক নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফরিদা গুলশান আরা জানান, “বেলা পৌনে ১টার দিকে আহতদের হাসপাতালে আনা হয়। এর মধ্যেই ফুরা মিয়া ও শাকিলের মৃত্যু হয়।”

রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।”