ভৈরবে ভারতীয় অবৈধ ৬০ বস্তা ফুসকা ও ৬ হাজার ৪শ প্যাকেট জিলেট ব্লেডসহ চারজনকে গ্রেফতার করেছে ভৈরব নৌ-থানা পুলিশ। এ সময় দুইজন সহযোগী পালিয়ে যায়।

জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ১৬ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন—
১️ ইসমাইল মুন্সী (বলগেটের মাঝি), পিতা মৃত মিজান মিয়া, গ্রাম খলাপাড়া, আগানগর ইউনিয়ন।
২️ আসিফ, পিতা দানিছ মিয়া, একই গ্রামের বাসিন্দা।
৩️ নিজাম, পিতা নূর ইসলাম, আগানগর ইউনিয়ন।
৪️ সোহাগ, পিতা আব্দুল হানিফ, গ্রাম লুন্দিয়া।

ভৈরব নৌ-থানার এএসআই জোবায়েদ হোসেন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন। পরে গ্রেফতারকৃতদের ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ভৈরব নৌ-থানার উপপরিদর্শক (এসআই) মো. সফিকুল ইসলাম জানান,

“গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে মেঘনা নদীর মামনি ইটভাটার কাছ থেকে বলগেটটি আটক করি। বলগেট থেকে ভারতীয় অবৈধ ফুসকা ও ব্লেড উদ্ধার করা হয়। এগুলো একটি চোরাচালান চক্র ভারত থেকে এনে সুনামগঞ্জের তাহিরপুর হয়ে ভৈরব বাজারে নেওয়ার পরিকল্পনা করেছিল।”

তিনি আরও জানান,

“আমরা আগেই খবর পেয়ে বলগেটটি আটক করে চোরাচালানকারীদের গ্রেফতার করতে সক্ষম হই।”