সুন্দরবনের কুখ্যাত দস্যু রাঙ্গা বাহিনীর প্রধান নজরুল শেখ (৪৮) কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রোববার (২৬ অক্টোবর) সকাল ৬টার দিকে সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন কালাবগি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
কোস্ট গার্ড বেইস মোংলার অধীনে পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন বিসিজিএস স্বাধীন বাংলা জাহাজের নেভিগেটিং কর্মকর্তা লে. মো. খালিদ সাইফুল্লাহ। দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি বিশেষ দল অভিযান চালায়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে রাঙ্গা বাহিনীর সদস্যরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে বাহিনীর প্রধানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২টি একনলা বন্দুক ও ৬ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
আটক নজরুল শেখ বাগেরহাটের রামপাল উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে সুন্দরবনে দস্যু কার্যক্রমে জড়িত ছিলেন।
এর আগে ৩১ জুলাই রাঙ্গা বাহিনী জঙ্গলবাড়ি ও বনবিবি রিসোর্টে চাঁদা দাবি করে চিঠি পাঠায়। এরপর থেকেই কোস্ট গার্ড এ বাহিনীর বিরুদ্ধে অভিযান জোরদার করে।
গত ১২ সেপ্টেম্বরও রাঙ্গা বাহিনীর দুই সদস্যকে আটক করা হয় এবং জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করা হয়।
লে. খালিদ সাইফুল্লাহ জানান, “সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।”
আটক দস্যু ও উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ জব্দ করে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।