শাশুড়ির কারণে পারিবারিক কলহ চরমে পৌঁছে স্ত্রীকে হত্যা করেছেন সৌরভ কুমার দাস (২৫)। রোববার (২৬ অক্টোবর) সকালে ফরিদপুরে র‍্যাবের হাতে গ্রেফতার হওয়ার পর তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ তথ্য স্বীকার করেন।

র‍্যাব জানায়, সৌরভ ও বর্নার প্রেমের সম্পর্ক থেকে দুই বছর আগে বিয়ে হয়। প্রথমে ঢাকায় বসবাস করলেও পরে পরিবার রাজি হলে তারা ফরিদপুরে ফিরে আসে। তিন বছরের এক ছেলে সন্তানও রয়েছে তাদের দাম্পত্য জীবনে। তবে শাশুড়ি শেফালী রানীর কারণে তাদের মধ্যে নিয়মিত দ্বন্দ্ব সৃষ্টি হয়, যা শেষ পর্যন্ত মর্মান্তিক হত্যাকাণ্ডে রূপ নেয়।

২০ অক্টোবর স্ত্রী বর্নাকে গলা টিপে হত্যার পর সৌরভ পালিয়ে যান। মধুখালী থানায় পরদিন একটি হত্যা মামলা দায়ের হলে র‍্যাব অভিযানে নামে। দীর্ঘ অনুসন্ধানের পর রোববার সকালে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাবের ফরিদপুর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম জানান, পারিবারিক অশান্তি থেকেই হত্যাকাণ্ড ঘটেছে বলে আসামি স্বীকার করেছেন। তাকে মধুখালী থানায় হস্তান্তর করা হয়েছে।