ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া এক কেজি ২০ গ্রাম ওজনের আটটি সোনার বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে যশোর-খুলনা মহাসড়কের মুরলী মোড় এলাকা থেকে তাকে আটক করে ৪৯ বিজিবির সদস্যরা।

আটক ব্যক্তির নাম শেখ ওয়ালিউল্লাহ (৩৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার মধ্য কুঠিয়া এলাকার আরিজুল্লাহর ছেলে।

৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান,

“গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক সন্দেহভাজন ব্যক্তিকে থামানো হয়। জিজ্ঞাসাবাদের পর তার কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় আটটি সোনার বার পাওয়া যায়।”

তিনি আরও বলেন,

“আটক ব্যক্তি ঢাকার যাত্রাবাড়ী এলাকার সোনা পাচারকারীদের কাছ থেকে সোনাগুলো নিয়ে যশোরের মাধ্যমে ভারতে পাচার করার চেষ্টা করছিলেন।”

উদ্ধারকৃত সোনার আনুমানিক বাজারমূল্য এক কোটি ৮৩ লাখ টাকা।
আটককৃত আসামিকে মামলা দায়েরের পর যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তা।