ফরিদপুরে ছাত্রদল নেতা সোহেল মুন্সির নেতৃত্বে এক বিধবার বাড়িতে হামলা চালিয়ে অর্থ ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী রাশিদা বেগম ফরিদপুর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেল ৫টার দিকে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কাশিমাবাদ এলাকায় মৃত চান মিয়ার বাড়িতে। অভিযোগে বলা হয়েছে, হামলাকারীরা বাড়ি ভাঙচুর করে ভারতের চিকিৎসার জন্য জমানো আড়াই লাখ টাকা ও মেয়ের গলার স্বর্ণের চেন লুট করে নিয়ে যায়। এ সময় পরিবারের সদস্যদের পিটিয়ে আহত করা হয়।
ভুক্তভোগী রাশিদা বেগম বলেন,
“আমি দুপুরে বাড়িতে ছিলাম না, তখন খবর পাই আমার বাড়ির সামনে গোলমাল হচ্ছে। পরে এসে দেখি স্থানীয় মেম্বার কামাল হোসেন সালিশ করছেন। কিছুক্ষণ পর সোহেল মুন্সির নেতৃত্বে দেশীয় অস্ত্রধারী একদল লোক এসে আমার বাড়িতে হামলা চালায়।”
রাশিদার ছেলে আহাদ মিয়া জানান,
“কানাইপুর বাজারে সাইড দেওয়া নিয়ে আমাদের গ্রামের সেলিমের সঙ্গে রামখন্ড গ্রামের রফিকের কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি মীমাংসা হলেও রফিক সোহেল মুন্সিকে খবর দেয়, যার পরেই সে হামলা চালায়।”
অভিযুক্ত ফরিদপুর কোতোয়ালি থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহেল মুন্সির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
স্থানীয় মেম্বার কামাল হোসেন মোল্লা বলেন,
“বিধবা রাশিদা বেগমের বাড়িতে হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এই ঘটনার সঙ্গে আগের বিরোধের কোনো সম্পর্ক নেই; এটি সম্পূর্ণ পরিকল্পিত হামলা।”
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি (অপারেশন) আব্দুল্লাহ বিশ্বাস বলেন,
“উভয় পক্ষই লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে।”