উত্তর কোরিয়ার শাসক দল ওয়ার্কার্স পার্টি অব কোরিয়া এই সপ্তাহে তাদের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। রাজধানী পিয়ংইয়ংয়ে চলছে সামরিক কুচকাওয়াজ ও সাংস্কৃতিক আয়োজনের প্রস্তুতি, যা দেশটির নেতা কিম জং উনের রাজনৈতিক শক্তি ও কূটনৈতিক সাফল্যের প্রদর্শনী হিসেবে দেখা হচ্ছে।
চীন, রাশিয়া, ভিয়েতনাম ও লাওসের শীর্ষ নেতারা এই উৎসবে যোগ দিচ্ছেন। চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং ও রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ থাকবেন সম্মানিত অতিথি হিসেবে।
স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, কিম জং উন বিশাল পরিসরের রাত্রিকালীন সামরিক প্যারেডের আয়োজন করছেন। ধারণা করা হচ্ছে, সেখানে প্রদর্শিত হবে নতুন প্রজন্মের হোয়াসং-২০ আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ও হোয়াসং-১১ Ma হাইপারসনিক গ্লাইড যান।
সাম্প্রতিক সময়ে কিম চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর করেছেন। গত বছর মস্কোর সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর উত্তর কোরিয়া রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে গোলাবারুদ ও সৈন্য সহায়তা দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
এই উৎসব তাই শুধু দলীয় বার্ষিকী নয়— বরং কিম জং উনের কূটনৈতিক প্রভাব ও সামরিক শক্তি তুলে ধরার প্রতীকী মঞ্চ হিসেবে দেখা হচ্ছে।