কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বর্তমানে বিশ্বজুড়ে মানব সভ্যতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই প্রেক্ষাপটে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এক নতুন “গ্লোবাল ডায়ালগ অন এআই গভর্ন্যান্স” ফোরাম গঠনের ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, নিরাপত্তা, নীতি ও ঝুঁকি মোকাবেলায় আন্তর্জাতিক পর্যায়ে একক উদ্যোগ নেওয়া হবে।
জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে গুতেরেস বলেন, “এআই আমাদের উন্নয়নকে যেমন ত্বরান্বিত করতে পারে, তেমনি এটি অপব্যবহারের ঝুঁকিও বহন করছে। সঠিক দিকনির্দেশনা ছাড়া এআই মানবাধিকারের জন্য হুমকি হয়ে উঠতে পারে।”
নতুন এ ফোরামে ৪০ জন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী ও বিশেষজ্ঞকে অন্তর্ভুক্ত করা হবে। তারা বিশ্বব্যাপী গবেষণা, নীতি এবং প্রযুক্তিগত উন্নয়নের স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে পরামর্শ দেবেন। পাশাপাশি, এআই-এর অপব্যবহার রোধে সমন্বিত আন্তর্জাতিক আইন প্রণয়নের পথও সুগম হবে বলে আশা প্রকাশ করেছেন মহাসচিব।
প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘের এই উদ্যোগ সময়োপযোগী হলেও বড় শক্তিধর দেশগুলো একমত না হলে বাস্তবে তা কার্যকর করা কঠিন হবে। বর্তমানে যুক্তরাষ্ট্র, চীন, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ এআই উন্নয়নে প্রতিযোগিতায় নেমেছে।
জাতিসংঘের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। তারা বলছে, এআই ভিত্তিক পর্যবেক্ষণ ব্যবস্থা ও ভুয়া তথ্য ছড়ানোর মতো ঝুঁকি রোধে আন্তর্জাতিক নিয়ন্ত্রণ কাঠামো জরুরি।