মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ইসরায়েল ও হামাস গাজা যুদ্ধের অবসানের প্রথম ধাপের শান্তিচুক্তিতে পৌঁছেছে। এই চুক্তি অনুযায়ী, ইসরায়েল শীঘ্রই তাদের সেনা প্রত্যাহার করবে একটি নির্ধারিত সীমারেখা পর্যন্ত এবং বন্দী সব জিম্মিদের মুক্তি দেওয়া হবে বলে জানানো হয়েছে।
হামাস ইতিমধ্যে চুক্তিটি নিশ্চিত করেছে, তবে এখনো ইসরায়েলের কাছ থেকে মুক্তি পাওয়া বন্দিদের চূড়ান্ত তালিকা পায়নি বলে জানিয়েছে এক ফিলিস্তিনি সূত্র।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই চুক্তিকে “ইসরায়েলের জন্য এক মহান দিন” হিসেবে অভিহিত করেছেন এবং বৃহস্পতিবার তার মন্ত্রিসভায় এটি অনুমোদনের জন্য বৈঠক আহ্বান করেছেন। অনুমোদনের পরই যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানিয়েছেন এক সিনিয়র ফিলিস্তিনি কর্মকর্তা।
মধ্যপ্রাচ্য বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপটি দুই বছর ধরে চলা যুদ্ধের অবসানে বড় অগ্রগতি হতে পারে। তবে এখনো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা বাকি রয়েছে।
মিশরে এই অগ্রগতি আসে ঠিক দুই বছর ও দুই দিন পর, যখন ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস-নেতৃত্বাধীন হামলায় প্রায় ১,২০০ ইসরায়েলি নাগরিক নিহত হয় এবং ২৫১ জনকে জিম্মি করা হয়েছিল। এরপর থেকেই গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু হয়।
হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, এ পর্যন্ত গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে ৬৭,১৮৩ জন নিহত হয়েছে, যার মধ্যে ২০,১৭৯ জন শিশু।