রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন এ বছর তারা প্রায় ৫,০০০ বর্গকিমি ইউক্রেনীয় ভূখণ্ড দখল করেছে। রুশ বাহিনী জাপোরিঝিয়ার নোভোভাসিলিভকা এবং দোনেৎস্কের ফেদোরিভকা গ্রাম নিয়ন্ত্রণে নিয়েছে।
রুশ বিমান প্রতিরক্ষা বাহিনী ১৮৪টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে এবং মস্কোর দিকে আসা একটি ড্রোন আটক করেছে। অপরদিকে ইউক্রেন জানিয়েছে, রাশিয়ার সাম্প্রতিক আক্রমণে তাদের গ্যাস উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়া তেলের ট্যাংকারকে গুপ্তচরবৃত্তির কাজে ব্যবহার করছে। এছাড়া রাশিয়ার ভোরোনেজ অঞ্চলের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার চেষ্টা ব্যর্থ হয়েছে।

কূটনৈতিক ক্ষেত্রে, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ও পুতিন ফোনালাপে শান্তি প্রক্রিয়া জোরদারের কথা বলেছেন। তবে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন, রাশিয়া শান্তিচুক্তিতে আগ্রহী নয়, তাই চাপ ও নিষেধাজ্ঞা বাড়াতে হবে।

অন্যদিকে পোল্যান্ড জার্মানির হাতে নর্ড স্ট্রিম বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত এক ইউক্রেনীয় নাগরিককে তুলে দিতে অস্বীকৃতি জানিয়েছে। ইইউ রুশ কূটনীতিকদের ভ্রমণে নতুন সীমাবদ্ধতা আরোপে সম্মত হয়েছে।