মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন,
“ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে আর এক থেকে দুই মাস দূরে ছিল। যদি আমি সেটি হতে দিতাম, তাহলে গাজার শান্তি চুক্তিও সম্ভব হতো না — অথবা হলেও, তা বিশাল অনিশ্চয়তার মধ্যে থাকত,” — বলেন ট্রাম্প।
তিনি আরও যোগ করেন,
“এখনকার ইরান আর আগের মতো নয়, এটি সম্পূর্ণ ভিন্ন এক ইরান।”
ইরান এই বক্তব্যের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই মন্তব্য মধ্যপ্রাচ্যের রাজনীতি ও নিরাপত্তা ইস্যুতে নতুন করে আলোচনা সৃষ্টি করতে পারে।