সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে হিজলার মেঘনা নদীতে মা ইলিশ শিকারের চেষ্টা করায় মৎস্য কর্মকর্তা, সেনাবাহিনী, কোস্টগার্ড ও নৌপুলিশ যৌথভাবে ২৭ জন জেলেকে আটক করেছে। অভিযানে ২২ লাখ মিটার কারেন্ট জাল ও ১২ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, ইলিশ মাছের প্রজনন মৌসুমে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের আওতায় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশের ধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ। মা ইলিশ সংরক্ষণের জন্য ২৪ ঘণ্টার টহল এবং নদীতে কড়াকড়ি অভিযান অব্যাহত রয়েছে।

সোমবার সকাল থেকে মেঘনা নদীর মোহনা ও তৎসংলগ্ন এলাকা (শান্তির বাজার, চৌমুহনী বাজার, বোম্বে শহর) সংলগ্ন খাল ও নদীতে এই অভিযান পরিচালিত হয়। জব্দকৃত জাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইলিয়াস সিকদার জানান, আটককৃত ২৭ জন জেলেকে ১ লাখ ৯৫ হাজার টাকার জরিমানা করা হয়েছে।