রাঙ্গামাটির লংগদু (তেজস্বী) সেনা জোনের সফল অভিযানে বাঘাইছড়ি উপজেলার লাইলাঘোনা এলাকায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য ও একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে লংগদু সেনা জোনের তত্ত্বাবধানে একটি টহলদল লাইলাঘোনা-নালবোনিয়া রুটে বিশেষ অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ১টার দিকে দুইজন সন্দেহভাজন চোরাকারবারীকে শনাক্ত করা হলে সেনারা তাদের অনুসরণ শুরু করে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা বস্তা ফেলে পার্শ্ববর্তী জঙ্গলে পালিয়ে যায়।

পরে পরিত্যক্ত নৌকা ও আশপাশের এলাকা তল্লাশি করে উদ্ধার করা হয়—
১টি দেশীয় তৈরি শর্টগান, ২ রাউন্ড গুলি, ১৫০ কার্টন অবৈধ ভারতীয় সিগারেট, ৯০ পিস ভারতীয় কসমেটিকস ও ৯২ বোতল দেশীয় মদ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব পণ্য বড় দুরছড়ি এলাকায় পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। চোরাকারবারীরা পালিয়ে গেলেও তাদের শনাক্তকরণ ও আটক প্রক্রিয়া চলমান রয়েছে।

লংগদু সেনা জোন সূত্রে জানানো হয়, সীমান্ত এলাকাজুড়ে অবৈধ অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।