রাজবাড়ীর পাংশা উপজেলার কশবামাজাইল ইউনিয়নের শান্তিখোলা গ্রামে যৌথ বাহিনীর অভিযানে দেশীয়ভাবে তৈরি একটি ওয়ান শুটারগানসহ বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে শান্তিখোলা গ্রামের মনির বিশ্বাসের বাড়ির পশ্চিম পাশে একটি ডুমুর গাছের নিচ থেকে এসব অস্ত্র উদ্ধার করে যৌথ বাহিনী।

পাংশা মডেল থানা সূত্রে জানা গেছে, উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি সচল হাতে তৈরি ওয়ান শুটার পাইপ গান, একটি সবুজ রঙের তাজা কার্তুজ, পাঁচটি সবুজ রঙের পটকা, একটি হাঁসুয়া এবং একটি হকিস্টিক।

তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, উদ্ধারকৃত অস্ত্রগুলোর বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।