বাগেরহাটের মোরেলগঞ্জের চাঞ্চল্যকর আবুল কালাম খান হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. খবির খান (৪৫) কে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে কামরাঙ্গীচর এলাকার ছাতা মসজিদ সংলগ্ন স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৬ খুলনা থেকে বুধবার সকালে সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে জানানো হয়, র‍্যাব-৬ (খুলনা) ও র‍্যাব-১০ (ঢাকা)-এর যৌথ অভিযানে মো. খবির খানকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়। তিনি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ঢেপুয়ারপাড় এলাকার মৃত নূর ইসলামের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে খবির খান স্বীকার করেন যে, নিহত আবুল কালাম খানের সঙ্গে তাদের দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরে ৪ অক্টোবর সন্ধ্যায় শেখপাড়া কাঠের পুল এলাকায় পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতলুবর রহমান জানান, মামলার এজাহার অনুযায়ী, এক আসামি কৌশলে ভিকটিম কালাম খান ও তার ভাইকে ডেকে নিয়ে আসে। পরে খবির খানসহ অন্যান্য আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। গুরুতর আহত কালাম খানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত ভাইকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরে নিহতের ছেলে সুমন খান বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ওসি আরও জানান, গ্রেফতার খবির খান ওই মামলার এজাহারভুক্ত ২ নম্বর পলাতক আসামি ছিলেন। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।