রাঙ্গামাটির আসামবস্তী বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে মাসব্যাপী বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান দানোত্তম কঠিন চীবর দান উৎসব শুরু হয়েছে। অনুষ্ঠানটি মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি আয়োজন করে রাঙ্গামাটি বৌদ্ধ বিহার ও বড়ুয়া জনকল্যাণ সংস্থা। সভাপতিত্ব করেন বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ করুনা পাল থেরো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।

অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন—

  • রাঙ্গামাটি জোন কমান্ডার লেঃ কর্ণেল একরামুল রাহাত পিএসসি,

  • রাঙ্গামাটি পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন,

  • পৌর প্রশাসক মো. মোবারক হোসেন,

  • জেলা বিএনপি’র সভাপতি দীপন তালুকদার দীপু,

  • এবং অন্যান্য সমাজসেবী ও ধর্মপ্রাণ ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল—

  • পবিত্র মঙ্গলাচরণ পাঠ ও পঞ্চশীল প্রার্থনা,

  • ভিক্ষু সংঘকে চীবর উৎসর্গ,

  • ভোরে পরিত্রাণ পাঠ, পুষ্পপূজা ও ভিক্ষু সংঘের প্রাতঃরাশ,

  • জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন,

  • বুদ্ধপূজা, শীল গ্রহণ ও ধর্মোপদেশ,

  • সন্ধ্যায় ফানুস বাতি উত্তোলন।

বিশেষ অতিথি শ্রীমৎ প্রজ্ঞাদর্শী ভিক্ষু ধর্মদেশনা প্রদান করেন। অনুষ্ঠানে শত শত বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশগ্রহণ করেন। চীবর দানের মাধ্যমে ভিক্ষুদের পরিধেয় বস্ত্রের অভাব দূর করা হয় এবং ধর্মপ্রাণদের মধ্যে শান্তি ও অহিংসার বার্তা ছড়িয়ে দেওয়া হয়।

উল্লেখ্য, প্রবারণা পূর্ণিমা ও দানোত্তম কঠিন চীবর দান বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত পবিত্র অনুষ্ঠান। এর মাধ্যমে মানুষ হিংসা, ক্রোধ ও মোহ থেকে মুক্ত হয়ে প্রেম, দয়া ও ক্ষমার পথে জীবন যাপন করার ব্রত গ্রহণ করে।