রাঙ্গামাটিতে বসবাসরত নেপাল বংশোদ্ভূত ক্ষুদ্র নৃগোষ্ঠী গুর্খা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘ভৈল-ঢেওসি’ উৎসব বিপুল উৎসাহ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে। দেওয়ালী পূজা (কালিপূজা) উপলক্ষে সোমবার ও মঙ্গলবার দুই দিনব্যাপী এ উৎসব পালিত হয়।
দেওয়ালী পূজাকে কেন্দ্র করে গুর্খা সম্প্রদায়ের সদস্যরা প্রতিবছরই সুদীর্ঘকাল ধরে এ উৎসব পালন করে আসছেন। উৎসবের প্রথম দিনকে ‘ভৈল’ ও দ্বিতীয় দিনকে বলা হয় ‘ঢেওসি’। এই দুই দিন গুর্খা সম্প্রদায়ের নারী-পুরুষ, তরুণ-তরুণী সবাই দলবদ্ধ হয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বাঁশের লাঠি হাতে মাটিতে ঠুকিয়ে ছন্দময় সুরে কবিতার তালে গান গেয়ে শুভেচ্ছা জানায়।
স্থানীয়দের কাছ থেকে তারা সংগ্রহ করেন চাউল, টাকা, তরিতরকারী ও ঐতিহ্যবাহী পাহাড়ি পানীয়। পরবর্তীতে এসব সামগ্রী একত্র করে বনভোজনের আয়োজন করা হয়। দ্বিতীয় দিনে ভাই-বোন একে অপরকে দধি ও চাউল মিশিয়ে ‘ভাই টিকা’ দেয়ার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শেষ হয়।
উৎসব উপলক্ষে রাঙ্গামাটি শহরের কন্ট্রেটর পাড়া, মাঝেরবস্তি, আসামবস্তি, গর্জনতলীসহ বিভিন্ন এলাকায় গুর্খা সম্প্রদায়ের মানুষ নাচ-গান, মোমবাতি প্রজ্বলন ও রাতভর উৎসবের আমেজে মেতে ওঠেন।
উল্লেখ্য, সরকার ২০১৯ সালে প্রকাশিত বাংলাদেশ গেজেট (এস.আর.ও নং-৭৮-আইন-২০১৯) অনুযায়ী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন, ২০১০-এর তফসিলে গুর্খা সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করে। এর মাধ্যমে গুর্খা জনগোষ্ঠী বাংলাদেশের স্বীকৃত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর একটি হিসেবে স্বীকৃতি পায়।