বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক জননেতা আজিজুল বারী হেলাল বলেছেন, “ইসলাম হলো শান্তি, ন্যায় ও মানবতার ধর্ম। বর্তমান সমাজে যে বিভাজন, হিংসা-বিদ্বেষ, স্বার্থপরতা ও অবিচার ছড়িয়ে পড়েছে, তার একমাত্র প্রতিষেধক হলো ইসলামের প্রকৃত দাওয়াত। এই দাওয়াত শুধুমাত্র নামাজ ও রোযায় সীমাবদ্ধ নয়, বরং এটি আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনের পথ প্রদর্শন করে।”

বুধবার (২২ অক্টোবর) দুপুর ১২টায় খুলনার তেরোখাদা উপজেলার মারকাজ মসজিদে অনুষ্ঠিত তাবলিগ জামাতের মুরুব্বীদের বার্ষিক মাসোয়ারা ও দাওয়াতি সভায় তিনি এসব কথা বলেন। এই অনুষ্ঠানটি তেরোখাদার ৯০টি গ্রামের যৌথ আয়োজনে অনুষ্ঠিত একটি বৃহৎ ধর্মীয় সমাবেশ ছিল।

আজিজুল বারী হেলাল আরও বলেন, “আমরা এমন এক সৃষ্টি, যাকে মহান আল্লাহ সৃষ্টির সেরা জীব হিসেবে পাঠিয়েছেন। আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহর নির্দেশ মেনে চলা এবং ইসলামের দাওয়াত ছড়িয়ে দেওয়া। ইসলামের মূলভিত্তি পাঁচটি স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত; এই ভিত্তির ওপর দাঁড়িয়ে আমাদের জীবন পরিচালনা করা প্রয়োজন। সমাজে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর পথে আহ্বানই আমাদের দায়িত্ব।”

তিনি আরও যোগ করেন, “আজকের দুনিয়ায় মানুষ বৃদ্ধি পাচ্ছে, কিন্তু প্রকৃত ধর্মীয় মূল্যবোধ হারিয়ে যাচ্ছে। ইসলামের শান্তি ও সহনশীলতার বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়া প্রত্যেক মুসলমানের দায়িত্ব। ধর্মীয় সভা-সমাবেশগুলো নৈতিকতা জাগ্রত করার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইসলামের শিক্ষাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ করতে হবে।”

অনুষ্ঠানে খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু, খুলনা জেলা বিএনপির সদস্য আব্দুস সালাম মল্লিক, কাওসার চৌধুরী, হাবিব, বুলু চৌধুরী, নান্টা মোল্লাসহ স্থানীয় নেতৃবৃন্দ, আলেম-ওলামা ও শতাধিক মুসল্লি উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।