ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইজিবাইক চালক খোকন মিয়া (৫৫) হত্যার মামলায় প্রধান অভিযুক্ত **মো. বদর উদ্দিন আল সানি বাদল (৪০)**কে গ্রেফতার করেছে র্যাব। গতরাতে র্যাব-৪ এর সহযোগিতায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকা থেকে তাকে ধরা হয়। গ্রেফতারির তথ্য মঙ্গলবার দুপুরে র্যাব-১৪ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে জানানো হয়।
র্যাব-১৪ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান বলেন, খোকন মিয়া ও বাদল পরস্পর আত্মীয় হলেও জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলছিল। এর জের ধরে গত ৩ অক্টোবর রাত ১০টার দিকে বদর উদ্দিন আল সানি বাদলসহ অন্যান্যরা দেশীয় অস্ত্র নিয়ে খোকন মিয়ার উপর হামলা চালায়। খোকন মিয়া গুরুতর আহত হন এবং পরে ভোরে তার মৃত্যু হয়।
মৃত খোকন মিয়ার ছেলে মো. বিল্লাল হোসেন ঈশ্বরগঞ্জ থানায় হত্যার মামলা দায়ের করেন। র্যাব তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রধান অভিযুক্ত বদর উদ্দিন আল সানি বাদলকে গ্রেফতার করে ঈশ্বরগঞ্জ থানায় সোপর্দ করেছে।