বাগেরহাটের শরণখোলায় মাদকসেবন প্রতিহত করার চেষ্টা করায় একদল মাদকসেবীর হামলায় তিন ব্যক্তি আহত হয়েছেন।
আহতরা হলেন শফিকুল ইসলাম (৩৫), নাসিম খান (৪০) ও রিয়াদুল হাওলাদার (৩৮)। এদের মধ্যে শফিকুল ইসলাম মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে শরণখোলা হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্য দুইজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
গ্রামবাসী সজীব হাওলাদার (২৩) ও মিরাজ হাওলাদার (২২) নামে দুই মাদকসেবীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের মতে, চালিতাবুনিয়া বাজার সংলগ্ন ২৮ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফাঁকা কক্ষে মাদকসেবনের ঘটনা দীর্ঘদিন ধরে চলছিল। রোববার (১২ অক্টোবর) রাত ১০টার দিকে একই স্থানে মাদকসেবন করতে গেলে স্থানীয়রা প্রতিবাদ করলে মাদকসেবীরা লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়।
ওসি মো. শহিদুল্লাহ জানান, আটক দুই মাদকসেবীর কাছ থেকে চার পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।