বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে ‘মা ইলিশ’ সংরক্ষণে পরিচালিত অভিযানে চারজন জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

অভিযান চলাকালে প্রায় ১ হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

জানা গেছে, সোমবার (৬ অক্টোবর) রাতে সরকারি নির্দেশনা অনুযায়ী হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মন্ডলের নেতৃত্বে একটি চৌকস দল হরিনাথপুর ও আবুপুর লঞ্চঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মো. মেহেদী হাসান (২১), রফিকুল ইসলাম (১৯), খোকন খনকার (৪০) ও ইমরান (৩২) নামে চারজন জেলেকে আটক করা হয়।

হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মন্ডল জানান, অবৈধ কারেন্ট জাল ব্যবহার করে মাছ ধরার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে এবং আটক জেলেদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, “মা ইলিশ সংরক্ষণে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”