রাজবাড়ী: কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নে মহিলা বিষয়ক অধিদপ্তরের ভিডব্লিউবি কার্ডধারীর কাছ থেকে চাউল হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, ৭, ৮, ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য শিরিন নাহার চামেলী মোছাঃ ফাতেমা বেগমের বাড়ি থেকে জোরপূর্বক এক বস্তা চাউল নিয়েছেন।

ভুক্তভোগী ফাতেমা বেগম জানিয়েছেন, জুলাই ও আগস্ট মাসের চাউল নিয়ে বাড়িতে আসার পর থেকে ইউপি সদস্য চাউল দাবী করে আসছিল। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় চামেলী এক বস্তা চাউল জোরপূর্বক নিয়ে গেছেন। অন্যান্য গ্রামের অনেক গ্রাহকও একই ধরনের সমস্যার শিকার হয়েছেন।

শিরিন নাহার চামেলী খাতুন সাংবাদিকদের জানিয়েছেন, তিনি চাউল নিয়েছেন এবং পরে ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছেন।

কালিকাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ আতাহার আলী জানান, ইউপি সদস্যকে ব্যক্তিগতভাবে চাউল এনে বাড়িতে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া আফরোজ জানিয়েছেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং মহিলা বিষয়ক কর্মকর্তাকে তদন্তের মাধ্যমে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ সত্য প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।