‘চক্ষু স্বাস্থ্যের কেন্দ্র বিন্দুতে জনসাধারণ সবার জন্য দৃষ্টি, সবার জন্য যতœ’ প্রতিপাদ্যে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে ময়মনসিংহে কিশোর-কিশোরী ও প্রতিবন্ধীদের নিয়ে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনের মূল লক্ষ্য চক্ষু স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা।
বৃহস্পতিবার সকালে ডা. কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের আয়োজনে নগরীর শিল্পাচার্য্য জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চ থেকে মিনি ম্যারাথন শুরু হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
ম্যাথনে মোট ৫ কিলোমিটার দৌড়ে হাজারো প্রতিযোগি অংশ নেন। পরে ৫টি ক্যাটাগরিতে ২৫ জন প্রতিযোগিকে পুরস্কার ও সনদ দেওয়া হয়। পাশাপাশি ফ্রি চক্ষু ক্যাম্পিংও অনুষ্ঠিত হয়।
আয়োজকরা মনে করেন, সুস্থ শরীর গঠনের পাশাপাশি দৃষ্টিশক্তির যতœ নেওয়ার গুরুত্ব জনসাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়া এই আয়োজনের প্রধান উদ্দেশ্য।