বাগেরহাটে সাংবাদিক হত্যাকাণ্ড: আশুলিয়া থেকে দুই যুবক গ্রেফতার
প্রকাশিত: October 6, 2025, 10:58 pm
বাগেরহাটের সাংবাদিক এস. এম. হায়াত উদ্দিন হত্যার ঘটনায় রাজধানীর আশুলিয়া থেকে দুই যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তারা হত্যাকাণ্ডে সরাসরি জড়িত বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতার হওয়া দুই যুবক হলেন— মো. ওমর ফারুক ইমন হাওলাদার (২৫) ও মো. আশিকুল ইসলাম আশিক (২৫)। দুজনই বাগেরহাট সদর উপজেলার গোপালকাটি এলাকার বাসিন্দা।
ডিবি পুলিশের ওসি শরিফুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ দল আশুলিয়া থানার পল্লি বিদ্যুৎ এলাকার “নিউ গোল্ডেন সিটি” আবাসিক হোটেলের চতুর্থ তলার ১১৮ নম্বর কক্ষে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
হায়াত উদ্দিন ছিলেন বাগেরহাট শহরের হাড়িখালি এলাকার বাসিন্দা ও স্থানীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার নিজস্ব প্রতিবেদক। পাশাপাশি তিনি বাগেরহাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদের প্রার্থী ছিলেন।
গত শুক্রবার সন্ধ্যায় হাড়িখালি এলাকায় স্থানীয় একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় ৩টি মোটরসাইকেলে আসা ৬-৭ জন সন্ত্রাসী তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে নেয়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুই দিন পর নিহতের মা হাসিনা বেগম বাগেরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং–০২, তারিখ: ৬/১০/২০২৫)। মামলায় প্রধান আসামি করা হয় মো. ইসরাইল মোল্লাকে, এছাড়া আরও ছয়জনের নাম ও ১০–১২ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়।
আদালতে সোপর্দের পর গ্রেফতারকৃত দুই আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তাদের জবানবন্দিতে উঠে এসেছে হত্যাকাণ্ডের নেপথ্যের পরিকল্পনা ও সংশ্লিষ্ট অন্যান্যদের নাম।
সূত্র: বাগেরহাট সংবাদদাতা