বাগেরহাটের কচুয়ায় বুধবার সকাল ৮টায় এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় একজন স্কুল শিক্ষক নিহত হয়েছেন। সাইনবোর্ড শরণখোলা আঞ্চলিক মহাসড়কের পিংগড়িয়া নামক স্থানে দোলা পরিবহন ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই সাতক্ষীরা জেলার আসাদুর রহমান (৩৫) মারা যান। তিনি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটী বিএম মাধ্যমিক বিদ্যালয়ের গণিত শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার অসীম কুমার সমাদ্দার জানান, নিহত আসাদুর রহমানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। বাগেরহাট পুলিশ সুপার আসাদুজ্জামান (এসপি) জানান, লাশ উদ্ধার করে বাগেরহাট মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক দোলা পরিবহনটিও উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়ার চেষ্টা চলছে।