ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চানপুর এলাকায় মালটা বাগান ব্যবসায়ী রাইসুল শেখ জিয়ার বাড়িতে হামলা চালিয়ে মারধর, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীরা দুটি মোটরসাইকেল ও নগদ ৩০ হাজার টাকা নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার (১২ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। আহত হয়েছেন ব্যবসায়ী জিয়ার পার্টনার ইলিয়াস শেখ।
রাইসুল শেখ জিয়ার অভিযোগ, ফরিদপুর সদর-৩ আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য এ.কে. আজাদের সমর্থক হওয়ায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। হামলাকারীরা তার বাড়ির টিনের বেড়া ও গ্রিল ভেঙে ফেলে এবং তালা ভেঙে একটি এফজেড ১৫০ সিসি ও একটি জিএক্সআর এসএফ ১৫০ সিসি মোটরসাইকেল লুট করে।
আহত ইলিয়াস শেখ জানান, তিনি দুপুরে মালটা মাপার সময় ৩-৪ জন প্রথমে গালিগালাজ করে হামলা চালায়, পরে আরও ১০-১২ জন লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে যোগ দেয়। হামলায় তিনি আহত হন।
অভিযোগে বলা হয়েছে, বিএনপি নেতা নুরুজ্জামান চৌধুরী পংকজের ভাতিজা ইমন বিশ্বাস বাবু, আসিফ বিশ্বাসসহ অন্তত ১০-১২ জন এই হামলায় জড়িত। হামলাকারীরা বাড়ির নারী সদস্যদের গালিগালাজ করে ও ভয়ভীতি প্রদর্শন করে।
তবে অভিযোগ অস্বীকার করে সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা নুরুজ্জামান চৌধুরী পংকজ দাবি করেন, এটি ছিল কথাকাটাকাটির ঘটনা। তিনি পাল্টা অভিযোগ করেন, জিয়া ও তার সহযোগীরাই এলাকায় উত্তেজনা সৃষ্টি করে।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।