পিরোজপুরের কাউখালী উপজেলার কচাঁ নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় দুই জেলেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১২ অক্টোবর) ভোররাতে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল কচাঁ ও সন্ধ্যা নদীর মোহনায় অভিযান চালিয়ে তিন হাজার মিটার জাল জব্দ করে এবং দুই জেলেকে আটক করে।

দণ্ডপ্রাপ্তরা হলেন সুবিদপুর গ্রামের আমির আলীর ছেলে পলাশ হাওলাদার (৪৫) ও ইয়াছিন হাওলাদারের ছেলে আব্দুল আউয়াল (২৭)।

মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, “মা ইলিশ রক্ষায় চলমান অভিযানে নিষেধাজ্ঞা অমান্যকারী জেলেদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
কাউখালী উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা জানান, “নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করার অপরাধে দুই জেলেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।