পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নে এক কিশোরীকে ধর্ষণের চেষ্টা মামলার আসামি মো. আল আমিন হোসেন (৪০) কে পুলিশ গ্রেপ্তার করেছে। সোমবার আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার সকালে উপজেলার পূর্ব শির্ষা গ্রামে এক দিনমজুরের কিশোরী কন্যাকে ঘরে একা পেয়ে প্রতিবেশী সৌদি প্রবাসী আব্দুর রশিদের ছেলে আল আমিন হোসেন ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় কিশোরীর ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তিনি পালিয়ে যান।
পরে সোমবার কিশোরীর পিতা বাদী হয়ে কাউখালী থানায় আল আমিনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, “ধর্ষণচেষ্টা মামলায় আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।”